কক্সবাজারে আগামী তিন দিন ভারি বর্ষণ ও ৩ নম্বর সংকেত জারি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় পাহাড় ধসের আশঙ্কাও করা হচ্ছে। এ অবস্থায় ট্যুরিস্ট পুলিশের অনুরোধ উপেক্ষা করে কক্সবাজার সৈকতের সাগরে নামছেন অনেক পর্যটক।
বুধবার (১৮ জুন) দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ পর্যটকদের সাগরে না নামতে সৈকতে মাইকিং করে অনুরোধ জানান।
এসময় তিনি বলেন, পর্যটকরা জোয়ার-ভাটা ও বাতাসের গতি খেয়াল রেখে পতাকা চিহ্নিত নিরাপদ এলাকাতেই সমুদ্রে নামবেন। সাঁতার না জানলে গভীর পানিতে যাবেন না এবং ঢেউ বেশি হলে পানিতে নামা বন্ধ করতে হবে।
আবহাওয়া বৈরি থাকায় এসময় পর্যটকদের সাগর থেকে উঠে আসার অনুরোধ করেন তিনি।
তবে পুলিশের অনুরোধ উপেক্ষা করে অনেককেই সাগরে নামতে দেখা যায়।
আই/এ