বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংকট এখনও কাটেনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে এখনও অনেক কাজ বাকি। গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধ নির্মাণ করা, এ কাজগুলো আমাদের করতে হবে।
বুধবার (১৮ জুন) সকালে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পরে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি অর্ন্তবর্তী সরকারকে সমর্থন করলেও আইনশৃঙ্খলা বাহিনীতে গায়েবী মামলা দিয়ে যারা নির্যাতন করেছে তাদের এখনও কেনো আইনের আওতায় আনা হয়নি? এসব বিষয়ে সরকারকে দ্রুত তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, ‘কারও যদি মনে হয় সরকার নিরপেক্ষতা হারিয়েছে, সেটি আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা আশা করি, সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে তারা’’।
এ বিএনপি নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বের জন্য বিএনপিতে ভাঙন ধরানো যায়নি। বিএনপি ভাঙার জন্য হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে। খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে।’
ডেঙ্গু ও করোনা মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠন করতে সরকারকে অনুরোধ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ নরসিংদী জেলা বিএনপির নেতারা।
আই/এ