ষষ্ঠদিনে গড়িয়েছে ইরান ইসরাইল সংঘাত। ইরানে অবস্থানরত ৭০০ জনের বেশি চীনা নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে চীন। বুধবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা।
চায়না নিউজ সার্ভিস জানিয়েছে, চীনা নাগরিকদের একটা অংশকে ইতিমধ্যে ইরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে জানানো হয়, তেহরান থেকে চীনা নাগরিকদের স্থলসীমান্ত দিয়ে তুর্কমিনিস্তানে নিয়ে যাওয়া হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৭০০ জনের বেশি চীনা নাগরিককে ইতিমধ্যে ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে। আরও ১ হাজারের বেশি চীনা নাগরিককে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএ//