জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি বলেন, ইরান আত্মসমর্পণ করবে না। বুধবার (১৮ জুন) ভাষণটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, খামেনি বলেছেন, ‘ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে ইরান। যুদ্ধের মুখে এই জাতি কারো কাছে আত্মসমর্পণ করবে না।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে খামেনি বলেন, ‘ইরান, ইরানি জাতি এবং এর ইতিহাস সম্পর্কে জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিরা কখনও এই জাতিকে হুমকির ভাষায় কথা বলবেন না।’
ইরানের এই সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ‘মার্কিনিদের মনে রাখতে হবে, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক অভিযান নিঃসন্দেহে তাদের অপূরণীয় ক্ষতির সম্মুখীন করবে।‘
এমএ//