ইরানের রাজধানী তেহরানে ইসরাইলি বিমান বাহিনীর নতুন হামলার কারণে আকাশে ধোঁয়ার কুয়াশা ছড়িয়ে পড়েছে। এই হামলায় ইরানের ইমাম হোসেন সামরিক বিশ্ববিদ্যালয়সহ পূর্ব তেহরানের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, শুক্রবার থেকে শুরু হওয়া 'অপারেশন রাইজিং লায়ন' অভিযানে তারা ১১শরও বেশী বেশি ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলার পর তেহরানে হাজার হাজার মানুষ শহর ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে 'নিঃশর্ত আত্মসমর্পণ' করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আহ্বানের পরপরই "যুদ্ধ শুরু হয়েছে" বলে ঘোষণা দিয়েছেন খামেনী।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবী করেছেন, তারা ইরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। তবে ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, "ওই স্থাপনা ইরানের সবচেয়ে বড় পারমাণবিক ঝুঁকি। সেটিকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন।