বিভীষিকার ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুত পৃথিবী ছেড়ে চলে যান। কিন্তু তার প্রভাব আজও দর্শকের হৃদয়ে রয়ে গেছে। সকলের প্রিয় এই অভিনেতার জীবন এখন পর্দায় আসতে চলেছে।
বলিউডের খ্যাতনামা পরিচালক ও চিত্রনাট্যকার রুমি জাফরি। যিনি সুশান্তের জীবনের বায়োপিক তৈরি করতে যাচ্ছেন। তবে শুধু তার জীবন নয়, সিনেমায় তার প্রেম কাহিনীও দেখানো হবে। বিশেষ করে সুশান্ত এবং তার বান্ধবী রিয়া চক্রবর্তী এর সম্পর্ক সেখানে দেখানো হবে।
তবে এক অস্বাভাবিক ঘটনার মধ্য দিয়ে সুশান্তের মৃত্যু হয়েছিল। সুশান্তের এমন মৃত্যুতে তার ভক্তরা স্তম্ভিত হয়ে গেছিল। আর এরপর থেকেই তার সম্পর্ক ও মৃত্যুর বিষয় নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছিল।
রিয়া চক্রবর্তীর সাথে সুশান্তের প্রেমের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়। রুমি জাফরি এই সম্পর্ককে পর্দায় তুলে আনতে চান। তিনি বলেন,সুশান্ত এক প্রাণবন্ত মানুষ ছিল। তার সঙ্গে সময় কাটানো ছিল একেবারে ভিন্ন অনুভূতির। রিয়া ও সুশান্তের সম্পর্ক ছিল একেবারে গভীর। রিয়া সুশান্তের জন্য কিছু করতে পারলে সেও প্রাণ দিতে পারত।
অন্য কোনো অভিনেতা নয় 'জিগরা' সিনেমার অভিনেতা বেদাঙ্গ রায়নাকেই সুশান্ত সিং রাজপুতের চরিত্রে চাইছেন রুমি। তিনি বলেন,সুশান্তের চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য বেদাঙ্গই উপযুক্ত। তার মধ্যে সেই শক্তি এবং আবেগ দুটোই রয়েছে। যা সুশান্তের জীবন ও তার চরিত্রকে প্রতিফলিত করবে।
রুমি বিশ্বাস করেন, এই সিনেমাটি শুধু বায়োপিকই হবে না যা বলিউডের এক নতুন অধ্যায়ও শুরু করবে। তার বিশ্বাস, সুশান্তের জীবনের এই বিশেষ দিকগুলি সিনেমার পর্দায় উঠে আসলে সবার মন ছুঁয়ে যাবে।
তিনি আরও জানান, এই সিনেমাটি সুশান্তের ভক্তদের জন্য একটি বড় উপহার হতে চলেছে। যা তাদের জীবনের এক অদ্ভুত রহস্যপূর্ণ সময়কে আরো কিছুটা বুঝতে সাহায্য করবে। এই সিনেমা আসলে শুধু একটি প্রেম কাহিনী নয় বরং, সুশান্ত সিং রাজপুতের অবিশ্বাস্য জীবন এবং তার অকাল মৃত্যুর রহস্যও পর্দায় জীবন্ত হয়ে উঠবে। এটা এমন এক সিনেমা হবে যা বলিউডে নতুন করে দর্শকমহলে আলোড়ন সৃষ্টি করবে। এখন শুধু অপেক্ষা, সুশান্তের চরিত্রে বেদাঙ্গ রায়নাকে এবং কেমন করে এই বায়োপিক সবার মনে জায়গা করে নেবে।
এসকে//