স্বাস্থ্য

আরও ২৮ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ৩০৮টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে এ সময়ে কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ০৯ শতাংশ

বুধবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৫০৬ জন। এর মধ্যে এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯০১ জন, এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৩৫৯ জন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #করোনা