কালিদু কুলিবালি বল ক্লিয়ার করতে গেলে, ভিনিসিয়ুস জুনিয়র এমনভাবে মাটিতে পড়ে যান যেন তাঁকে ফাউল করে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু রেফারি ধরে ফেলেন, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের করা অভিনয়—কুলিবালির সঙ্গে কোনো সংযোগই ঘটেনি তাঁর। পড়ে যাওয়ার নাটক করায় রেফারি হলুদ কার্ড দেখান ভিনিকে।
অভিনয় করে পড়ে যাওয়ার ঘটনা রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের জন্য নতুন নয়। এর আগেও চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সালজবুর্গের বিপক্ষে ডি-বক্সে পেনাল্টির আশায় ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়ে হলুদ কার্ড দেখেছিলেন তিনি।
ভিনির হলুদ কার্ড দেখার দিনে ক্লাব বিশ্বকাপের ম্যাচটিতে আল হিলালের বিপক্ষে জিততেও পারেনি রিয়াল মাদ্রিদ। যদিও ম্যাচের ৩৪ মিনিটে গনসালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় স্প্যানিশ ক্লাবটি, তবে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে সমতায় ফেরে আল হিলাল।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদও। তবে ফেদে ভালভার্দের শট আটকে দেন আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বুনো। ফলে রিয়ালের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় জাভি আলোনসোকে।