ইরানে ইসরাইলের হামলার পর পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন ইরানের সাবেক যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভি। তার বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেছিলেন।
বিবিসির লরা কুয়েনসবার্গের কাছে ইরানের পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন, 'এই কঠিন দিনগুলোতে, আমার হৃদয় সেই সকল নিরস্ত্র নাগরিকদের সঙ্গে আছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খামেনির যুদ্ধবাজি ও বিভ্রান্তির শিকার হয়েছে। বছরের পর বছর ধরে, আমি আমাদের মাতৃভূমিকে যুদ্ধের আগুনে ধ্বংস হওয়া থেকে রক্ষা করার চেষ্টা করেছি।'
পাহলভি আরো বলেছেন, 'ইসলামিক রিপাবলিকের অবসান ঘটেছে। এটি এখন ধ্বংসের পথে। খামেনি, ভীত ইঁদুরের মতো, ভূগর্ভে লুকিয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছে। যা শুরু হয়েছে তা আর ফিরিয়ে আনা যাবে না। ভবিষ্যৎ উজ্জ্বল এবং একসঙ্গে আমরা ইতিহাসের এই তীক্ষ্ণ মোড় পার করব।'
তিনি আরও বলেন, ইসলামিক রিপাবলিকের অবসান মানে ইরানি জাতির বিরুদ্ধে এর ৪৬ বছরের যুদ্ধের সমাপ্তি। ইসলামী রিপাবলিকের শাসনের দমন-পীড়নের সরঞ্জাম ভেঙে পড়ছে। দুঃস্বপ্নের চিরতরে অবসান ঘটাতে এখন শুধু একটি জাতীয় বিদ্রোহের প্রয়োজন। এখনই ইরানকে পুনরুদ্ধার করার সময়, উঠে দাঁড়ানোর সময় । তিনি আহ্বান জানান, আসুন আমরা সবাই এগিয়ে আসি। বন্দর আব্বাস থেকে বন্দর আনজালি, শিরাজ থেকে ইসফাহান, তাবরিজ থেকে জাহেদান, মাশহাদ থেকে আহভাজ, শাহর-ই কোর্দ থেকে কেরমানশাহে এই শাসনের অবসান ঘটাই।
ইসলামিক রিপাবলিকের পতনের পরের দিনগুলোকে ভয় না পাওয়ার আহ্বান জানান পাহলভি। বলেন, ইরান গৃহযুদ্ধ বা অস্থিরতায় নিমজ্জিত হবে না। আমাদের কাছে ইরানের সমৃদ্ধির পরিকল্পনা রয়েছে। রিপাবলিকের পতনের পর একটি জাতীয় ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।