ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া সাত বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই দিনে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়েছে এক ভারতীয় নাগরিককে।
বুধবার (১৮ জুন) বিকেল ৫টায় সীমান্ত পিলার ৬০/২৯-আর এর নিকট শূন্য রেখায় বাগাডাংগা কোম্পানির পলিয়ানপুর বিওপি কমান্ডারের উপস্থিতিতে বিএসএফ এসব বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য জানিয়েছেন
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের সুন্দর ক্যাম্প ৭ জন বাংলাদেশিকে আটক করেছিল। পতাকা বৈঠকের মাধ্যমে ওই ২ পুরুষ, ৩ নারী ও ২ শিশুকে সীমান্তের শূন্যরেখায় বিজিবির কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাগাডাঙ্গা কোম্পানির পলিয়ানপুর বিওপি কমান্ডার।
ফেরত আসা ব্যক্তিদের পরিচয় যাচাই ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আইনি প্রক্রিয়ায় মহেশপুর থানায় হস্তান্তরের উদ্যোগ চলছে বলে জানিয়েছে বিজিবি।
অন্যদিকে সেই দিন সকাল ৯টার দিকে বেনীপুর বাজার এলাকায় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল এক শিশু। বেনীপুর বিওপির দায়িত্বে থাকা বিজিবির নিয়মিত টহল দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মাহফুজ রহমান। শিশুটিকে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া দুপুর ১টার দিকে মাটিলা সীমান্তের ভেতরে বাংলাদেশ অংশে প্রবেশের সময় বিজিবি আটক করে এক ভারতীয় নাগরিককে। তার নাম মো. এজাজ শেখ (৪৪)। তিনি ভারতের মহারাষ্ট্রের ঝালগাঁও জেলার ওরেনগাও গ্রামের বাসিন্দা। তিনি কেন বাংলাদেশে এসেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
এমএ//