আন্তর্জাতিক

ইরান ইসরাইল সংঘাত

হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে নরক নেমে আসবে: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

এটা আমেরিকার যুদ্ধ নয়। ইরান ইসরাইলের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে বলে জানিয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই বলেছেন তিনি। 

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান, তাহলে তিনি ইতিহাসে এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন, যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন, যা তার যুদ্ধ নয়।

যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়ালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে  বলে মন্তব্য করেন সাঈদ খতিবজাদে। তিনি বলেন, এতে আগ্রাসন চলতে থাকবে। নৃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র