দক্ষিণ ইসরাইলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (২০ জুন) সকাল থেকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এসময় দক্ষিণ ইসরাইলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
দক্ষিণ ইসরাইলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে শুক্রবার সকাল থেকে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে অঞ্চলটিতে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোঁড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর বিয়েরশেভা শহরসহ আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার চেষ্টা চলছে। তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন অঞ্চলের দিকে ধেয়ে আসায় কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং তা প্রতিরোধে কার্যক্রম চালানো হচ্ছে।
অন্যদিকে, কুদস নিউজ নেটওয়ার্কের খবর অনুযায়ী, বিয়েরশেভার একটি ভবনে সরাসরি একটি ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ পায়নি। ধারণা করা হচ্ছে, প্রতিরক্ষা বাহিনী ও জরুরি সেবাদানকারীরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রসঙ্গত, গেল শুক্রবার (১৩ জুন) ইরানে আগ্রাসী হামলা চালায় দখলদার ইসরাইল। ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
জবাবে শুক্রবার রাত থেকেই ইসরাইলে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান।
এমএ//