ইসরাইলি ড্রোন হামলায় শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু ঘটার কয়েক দিনের মধ্যেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের গোয়েন্দা শাখায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে এ দায়িত্ব দিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
ইরানের সাবেক গোয়েন্দাপ্রধান মোহাম্মদ কাজেমি গেল সপ্তাহে ইসরাইলের পরিচালিত এক সুনির্দিষ্ট বিমান হামলায় নিহত হন। ওই হামলায় আরও প্রাণ হারান আইআরজিসির দুই উচ্চপদস্থ কর্মকর্তা—হাসান মোহাক্কেক এবং মোহসেন বাঘেরি।
এর আগে ১৩ জুন ইসরাইলি হামলায় আইআরজিসির তৎকালীন প্রধান হোসেইন সালামি নিহত হওয়ার পর পাকপুরকে শীর্ষ পদে আনা হয়। দায়িত্ব গ্রহণের পর পাকপুর বলেন, শহীদ কমান্ডার কাজেমি ও মোহাক্কেকের নেতৃত্বে গোয়েন্দা বিভাগে অনেক উন্নতি সাধিত হয়েছিল।
আইআরজিসির প্রধান হিসেবে পাকপুরকে নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি। দায়িত্ব নেওয়ার পরই তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইসরায়েল হামলা চালাতে থাকলে, আমরা তাদের জন্য নরকের দরজা খুলে দেব।”
ইসরাইলের সাম্প্রতিক হামলাগুলো মূলত ইরানের পারমাণবিক এবং সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে। তেলআবিবের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে কাছাকাছি চলে এসেছে। তবে তেহরান এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে।
এমএ//