ইসরাইলের রাজধানী তেল আবিব শহরে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় এই বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এতথ্য জানা গেছে। তবে এই হামলার পেছনে কে বা কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এক ই-মেইল বিবৃতিতে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘আমরা আজ(১৯ জুন) রাতেই তেল আবিবে আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। এই ঘটনায় দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী আহত হননি।’
অন্যদিকে, সোশ্যাল মিডিয়া এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার লিখেছেন, তিনি নরওয়ের রাষ্ট্রদূত পার এগিল সেলভাগের সঙ্গে কথা বলেছেন। গিদন সার বলেন, ‘রাষ্ট্রদূতের বাসভবনের আঙিনায় একটি গ্রেনেড ছোড়া হয়েছে। এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ।’
নরওয়ের জাতীয় দৈনিক ভিজি এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার আগে থেকেই তেল আবিবে নরওয়ের দূতাবাস নিরাপত্তা পরিস্থিতির কারণে বন্ধ রাখা হয়েছিল। সোমবার থেকে সেখানে কার্যক্রম স্থগিত ছিল।
ইসরাইল-ইরান সংঘাত ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক উত্তেজনার মধ্যে তেলআবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিস্ফোরণের ঘটনা নতুন করে কূটনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।