রাজনীতি

রোববার নিবন্ধন আবেদন জমা দেবে এনসিপি

ছবি: সংগৃহীত

আগামী রোববার ২২ জুন  রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই দিনই ইসিতে আবেদন গ্রহণের শেষ দিন।

শুক্রবার (২০ জুন) বিকেলে দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন শেষে এ তথ্য জানানো হয়।

এনসিপি জানায়,  খসড়া গঠনতন্ত্র অনুযায়ী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। তবে এক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। সভাপতি-সাধারণ সম্পাদক রাজনৈতিক পরিষদ’-এর নিকট দায়বদ্ধ থাকবে। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছর। মেয়াদের শেষ নব্বই দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত হবে।

সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের পাশাপাশি রাজনৈতিক পরিষদও গঠিত হবে ন্যাশনাল কাউন্সিলের ভোটের মাধ্যমে। জরুরি সময়ে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব পালন করবে ন্যাশনাল কাউন্সিল।

এনসিপির রাজনৈতিক পরিষদ সর্বোচ্চ ১৫ সদস্য বিশিষ্ট হবে। তার মধ্যে অন্তত তিনজন নারী সদস্য থাকবেন। পদাধিকারবলে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক রাজনৈতিক পর্ষদের অন্তর্ভূক্ত হবেন। এই পর্ষদের দুইজন সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বারা মনোনীত হবেন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #এনসিপি