আন্তর্জাতিক

'কূটনৈতিক পথ' খোলা আছে

ইরানে মার্কিন সামরিক পদক্ষেপ বাস্তব এবং আসন্ন; যুক্তরাজ্য

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জেনেভা থেকে শুক্রবার (২০ জুন) দিনগত রাতে রাতে লন্ডনে ফিরে গেছেন। জেনেভায় তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান, ফ্রান্স, জার্মানির নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন।

বৈঠকের আগে তিনি ওয়াশিংটন গিয়েছিলেন। সেখান থেকে ফিরে মি. ল্যামি ওই বৈঠকে যোগ দেন। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটেকারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ল্যামি।

ইরান ও অন্যান্য দেশের সঙ্গে বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের একটি বার্তা পৌঁছে দেন। ওই বার্তায় বলা হয়েছে, মার্কিন সামরিক পদক্ষেপের হুমকি “বাস্তব এবং আসন্ন”। তবে এখনো “কূটনৈতিক পথ” খোলা আছে।

এই বার্তার মাধ্যমে ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচির নিন্দা জানিয়েছেন ইউরোপীয় নেতারা। পাশাপাশি সংলাপের মাধ্যমে কীভাবে সমাধানে করা যায় তা নিয়ে আলোচনা করেছেন।

ব্রিটিশ সংবাদ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইউরোপীয় প্রতিনিধিরা ইরানের সঙ্গে আবারও বৈঠক করতে আগ্রহ জানিয়েছেন। তবে কোথায় বা কখন বৈঠক হবে, তা চূড়ান্ত হয়নি।

জানা গেছে, এই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল হামলা চালাতে থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা করবে না।

কিন্তু ইউরোপীয় মন্ত্রীরা বলেছেন, যুদ্ধবিরতি নিশ্চিত করার সেরা উপায় হল আলোচনা। 

ডেভিড ল্যামি এই সপ্তাহেই তাদের মার্কিন অংশীদারদের সঙ্গে আবারও আলোচনায় বসবেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল