ইসি যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে। নির্বাচন ইস্যুতে সময় এলেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি।
শনিবার (২১ জুন) রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক আলোচনা সভায় তিনি এসব জানান।
ইসি নির্বাচনের তারিখের ব্যাপারে সরকারের সঙ্গে দেখা করবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না। সময় হলে সবকিছু জানবেন।'
তিনি বলেন, সভা-সমিতি ঘোষণা করে সরকারের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। সরকারের কর্মকাণ্ডের সঙ্গে আমরা সম্পৃক্ত এটা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।
নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, 'কেউ সূচি বলে কেউ রোডম্যাপ বলে। তবে আমরা এটাকে রোডম্যাপ না বলে কর্মপরিকল্পনা বলবো। এই কর্মপরিকল্পনা আমরা শুরু করেছি অনেক আগে থেকে।'
তিনি আরও বলেন, প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে। আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে।
এমএ//