যশোরে এক গর্ভবতী নারী সন্তান জন্ম দেয়ার পরই তার নিজ সন্তানকে হত্যা করার চেষ্টা করেন। অভিযুক্ত ওই নারীর নাম রত্না বিশ্বাস (৩৬)। বৃহস্পতিবার (২০ জুন) রাত ৪টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রত্না বিশ্বাস বাঘারপাড়া উপজেলার জোহরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের রমেশ বিশ্বাসের স্ত্রী। গণমাধ্যমকে বিষয়টি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আ ন ম বজলুর রশিদ টুলু নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানান, রত্না পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তী দিন শুক্রবার (২০ জুন) ভোর ৪টার দিকে ওয়াশরুমে গিয়ে কোনো চিকিৎসকের সাহায্য ছাড়াই এক পুত্র সন্তান জন্ম দেন। এরপর রত্না শিশুটিকে নিজের শরীর থেকে আলাদা করে। তারপর শিশুটির মুখে বদনার পানি ঢেলে তাকে হত্যার চেষ্টা করেন। শিশুটির কান্না শুনে হাসপাতালে কর্তব্যরত নার্সরা দ্রুত সেখানে পৌঁছান এবং শিশুটিকে মায়ের হাত থেকে উদ্ধার করেন। শিশুটিকে তাৎক্ষণিকভাবে শিশু ইউনিটে পাঠানো হয় এবং বর্তমানে শিশুটি সুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আ ন ম বজলুর রশিদ টুলু জানান, নবজাতকটি বর্তমানে সুস্থ আছে এবং চিকিৎসা চলছে।
রত্না বিশ্বাসের স্বামী রমেশ বিশ্বাস জানান, তার স্ত্রী অনেকদিন যাবৎ মানসিক সমস্যা ভুগছিলেন। তারা এর জন্য চিকিৎসা নেয়ারও চেষ্টা করছিলেন কিন্তু এমনটি ঘটবে তা তারা ভাবেননি।
এদিকে হাসপাতালের নার্সরা জানান, তারা জীবনে এমন ঘটনা কখনও দেখেননি।
এসকে//