যশোরের চৌগাছায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রফিকুল ইসলাম (৪৫) নামে এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর গণপিটুনিতে হামলাকারী আব্দুল আলিম পলাশ (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সলুয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি জানান, ঘটনার দিন বিকেলে রফিকুল ইসলাম সাইকেলযোগে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে সলুয়া কলেজের সামনে পৌঁছালে পলাশ অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো হাঁসুয়া দিয়ে রফিকুলের মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পলাশ।
আহত অবস্থায় রফিকুল ঘটনাস্থলে পড়ে গেলে স্থানীয়রা তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নড়াইল এলাকায় পৌঁছালে তিনি মারা যান।
এদিকে রফিকুলের ওপর হামলার ঘটনায় তার স্বজন ও স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে হামলাকারী পলাশকে ঘিরে ধরে গণপিটুনি দেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
আই/এ