ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে শনিবার ২১ জুন রাতে ইসরাইলের কেন্দ্রীয় শহর হুলোনে একটি ভবনে আগুন লাগে। তবে মধ্যরাতে ওই হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর জবাবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী, আইডিএফ ইরানের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ কাঠামোতে বিমান হামলা করেছে।
এই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে ইরান ও ইসরাইলের উত্তেজনা দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করলো। সংঘাত শুরু হয় ১৩ জুন শুক্রবার ভোরে। ওইদিন ইসরাইল ‘অপারেশন রাইজিং লায়ন’ চালিয়ে ইরানের কয়েকজন সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যার দাবি করে।
জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রী’ নামে পাল্টা অভিযান শুরু করে। ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এমন উত্তেজনার মধ্যে জেনেভায় ইরান, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির প্রতিনিধিরা বৈঠক করেছেন।
অন্যদিকে,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি তেহরানকে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় দেবেন। পরিস্থিতি অনুযায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা বিবেচনা করবেন।