আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় ইরানের খোররামাবাদে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের খোররামাবাদ শহরে ইসরাইলের এক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সূত্রে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

শনিবার (২১ জুন) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলু অ্যাজেন্সি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সংবাদমাধ্যম নউর জানিয়েছে, ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর অন্তত ১৫ জন কর্মকর্তা ও সেনা নিহত হয়েছেন।

গত ১৩ জুন ইরান-ইসরাইল সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এই হামলায় ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রায়ত্ত টেলিভিশন স্টেশন, সরকারি দপ্তর এবং বেসামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল