ক্রিকেট

শ্রীলঙ্কাকে ২৯৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

গলে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রান করে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ফলে দুই ইনিংস মিলিয়ে ২৯৫ রানে এগিয়ে টাইগারা। ২৯৬ রানের লক্ষ্য নিয়ে এখন ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান। 

শনিবার (২১ জুন) পঞ্চম দিনে ১৮৭ রানের লিড নিয়ে খেলতে নামে বাংলাদেশ। উইকেটে ছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।  লাঞ্চের ঠিক আগের বলেই দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে ৪৯ রানে ফেরেন মুশফিক।

বিরতির পর শতক তুলে নেনে শান্ত।  আর তাতেই টেস্ট ইতিহাসে মাত্র ১৫তম ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বার দুই ইনিংসে সেঞ্চুরি করলেন তিনি।

বাংলাদেশের উধিনায়ক শতক তুলে নিলেও অন্যপ্রান্তে ক্রিজে এসে স্থায়ী হতে পারেননি লিটন দাস ও জাকের আলী অনিক।

শেষ পর্যন্ত শান্তর অপরাজিত ১২৫ রানের ইনিংসে বাংলাদেশ স্কোর দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ২৮৫।  

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ