আবহাওয়া

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৯ অঞ্চলে ১ নম্বর সতর্কতা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২২ জুন) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত  দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট এই নয়টি অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

এইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রাজধানী ঢাকার আকাশও সারাদিন মেঘলা থাকতে পারে। দিনের যেকোনো সময় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ ধরনের আবহাওয়াজনিত পরিবর্তনের কারণে রাজধানীর তাপমাত্রায় বড় কোনও পার্থক্য হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া সকালে ৬টা ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। শনিবার (২১ জুন) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনও বৃষ্টিপাত হয়নি।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বজ্রসহ বৃষ্টি #দমকা হাওয়া