ঢাকার আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’। অভিযোগ উঠেছে, চ্যানেলটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা উসকে দেয়ার চেষ্টা করছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশে ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
রোববার (২২ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মাহমুদুল হাসান এ আবেদনটি দায়ের করেন।
রিটে বলা হয়েছে, ভারতীয় এ চ্যানেলটি বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে এবং এর মাধ্যমে হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করছে। এ জন্য দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং একটি রুল জারি করার নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়া, আবেদনে অভিযোগ করা হয়েছে যে চ্যানেলটি অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।
তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব এবং বিটিআরসি সচিবসহ মোট ছয়জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এসি//