প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় অসুস্থ, পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়ার আহ্বান
৮৩ বছর বয়সী এই নেতা বার্ধক্য ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ২০২৪ সাল থেকেই তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। এমনকি শেখ হাসিনার ব্যক্তিগত অনুরোধ সত্ত্বেও অংশ নেননি সর্বশেষ জাতীয় নির্বাচনে।
সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে একটি পা ভেঙে যায় তাঁর। বর্তমানে তিনি লাঠির ভরসায় চলাফেরা করেন। হৃদযন্ত্রে পাঁচটি রিং প্রতিস্থাপন ছাড়াও স্মৃতিভ্রংশের মতো সমস্যায় ভুগছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আপনজনদেরও ঠিকমতো চিনতে পারেন না।
তাঁর এই শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পরিবারের পক্ষ থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচারিক প্রক্রিয়ায় সহানুভূতির আবেদন জানানো হয়েছে। তারা বলেন, উচ্চ আদালত থেকে ১১টি মামলায় জামিন পেলেও, নতুন মামলায় তাঁকে আবারও গ্রেপ্তার দেখানো হয়—যা তাঁর অসুস্থতাকে আরও জটিল করে তুলছে।
এ বিষয়ে ঢাকা বারের জ্যেষ্ঠ আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, “প্রবীণ এবং অসুস্থ নেতাদের বিষয়ে বিশেষ নজর ও মানবিকতা রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকেই আশা করা যায়।”
প্রবীণ এ রাজনীতিবিদের বিষয়টি রাষ্ট্র মানবিকতার সাথে দেখবে বলে প্রত্যাশা তার পরিবারের।
আই/এ