দেশজুড়ে

প্রবাসীদের যমুনা অভিমুখী যাত্রায় পুলিশের বাধা

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে অংশ নিয়ে প্রবাসে কারাবরণ শেষে দেশে ফেরত আসা প্রবাসীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। এসব প্রবাসীকে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ফেরত পাঠিয়েছে।

রোববার (২২ জুন) সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়।

কর্মসূচিতে অংশ নেয়া ভুক্তভোগীদের অভিযোগ, ‘জুলাই ২৪ আন্দোলনেসংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া বাংলাদেশিদের আবার বিদেশে পাঠাতে সরকার নিষ্ক্রিয়তা দেখিয়েছে। কারাবাস শেষে দেশে ফিরে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন, পেশা হারিয়েছেন, পরিবারে আর্থিক সংকটে পড়েছেন। অথচ, সরকার বা বাংলাদেশ দূতাবাস তাদের পাশে দাঁড়ায়নি

আন্দোলনকারীরা জানান,  তারা মধ্যপ্রাচ্যে বছরের পর বছর খেটে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রেখেছেন। অথচ রাজনৈতিক সংকটে তারা নিপীড়নের শিকার হলেও সরকার তাদের পাশে দাঁড়ায়নি।

অনেকেই বলেন, আমরা অপরাধী নই, কিন্তু আমিরাতে আন্দোলনের ঘটনায় আমাদের গ্রেপ্তার করে মাসের পর মাস জেলে রাখা হয়। এখন দেশে এসেও শান্তিতে নেই

প্রবাসফেরত আন্দোলনকারীরা চারটি প্রধান দাবি তুলে ধরেন। সেগুলো হলো

১. জুলাই ২৪ আন্দোলনের মামলায় আমিরাত কারাগারে আটক সব বাংলাদেশিকে দ্রুত মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে হবে।

২. জুলাই ২৪ আন্দোলনে ক্ষতিগ্রস্ত সব প্রবাসীকে জুলাই প্রবাসী যোদ্ধাহিসেবে স্বীকৃতি দিতে হবে।

৩. এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরা প্রবাসীদের যৌক্তিক ক্ষতিপূরণসহ পুনর্বাসন করতে হবে।

৪. সব ভুক্তভোগী রেমিট্যান্স যোদ্ধাকে রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রবাসী #যমুনা