দেশজুড়ে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিক্সা চালকের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার কেদার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিবেরহাট গ্রামের দুলাল মিয়ার ছেলে সুমন মিয়া (১৯)। সুমন পেশায় অটোরিক্সা চালক।

রোববার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে চার্জে বসানো অটোরিক্সা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সুমন মারা যায়। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেশী হবিবর রহমান ও ছাইদুল ইসলাম জানান, সুমন অটোরিক্সা চালাতো। দিন শেষে রাতে নিজ বাড়িতে অটো চার্জে দিত সে। প্রতিদিনের মতো সকালে চার্জে দেয়া অটো খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন আহত সুমনকে  ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

 

কচাকাটা থানার ওসি জানিয়েছেন,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম