সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'কিছু লোক উত্তরা ৫ নম্বর সেক্টরে সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও করে রেখেছিল। তার নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বায়ান্ন টিভিকে জানিয়েছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানে হবে।
আই/এ