আন্তর্জাতিক

ফুঁসছে ইরান, নিশানায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে সরাসরি সম্পৃক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের ওপর তীব্র ক্ষোভে ফুঁসছে ইরান। গত শনিবার (২১ জুন) রাতে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ভয়াবহ ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অভিযানকে ‘অসাধারণ সামরিক সাফল্য’ হিসেবে অভিহিত করে ভাষণ দিয়েছেন।

এ ঘটনার জবাব দিতে প্রস্তুত ইরান, এবং লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ হামলার পর এ অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার ঘাঁটিগুলোর কোনো ঠাঁই হবে না। রবিবার (২২ জুন) ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বেলায়াতি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপে যারা সহায়তা করবে, তারা-ও ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যে স্থান থেকে এ হামলা চালানো হয়েছে তা ইতিমধ্যে চিহ্নিত করেছে তেহরান।

উল্লেখ্য, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, জর্ডান ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন বাহিনীর একাধিক সামরিক ঘাঁটি রয়েছে, যা ইরানি প্রতিশোধের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #মার্কিন যুক্তরাষ্ট্র