ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলা শুধু পরমাণু হুমকি বন্ধ করার উদ্দেশ্যে ছিল,সরকার পরিবর্তন ঘটানোর জন্য নয় এ কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
রোববার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, এয়ারফোর্স জেনারেল ড্যান কেইন।
হেগসেথ জানান, এই হামলার উদ্দেশ্য কখনোই ইরানের সরকারকে পরিবর্তন করা ছিল না এবং এখনো তা নয়। হামলাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা এবং মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য করা হয়েছে।
হেগসেথ দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে। এর আগে শনিবার (২২ জুন) যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। হামলার লক্ষ্য ছিল ফোরদো, নাতাঞ্জ এবং ইস্পাহান এই তিনটি স্থাপনাগুলো। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার সফলতা ঘোষণা করেন।
এসকে//