সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সোমবার (২৩ জুন) দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা। রোববার অর্থ মন্ত্রণালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ-সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
গতকাল সকাল সাড়ে ১১টায় সচিবালয়ের ১১ নম্বর ভবনের সামনে বিক্ষোভ শুরু হয়। এতে অংশ নেয়া কর্মচারীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। ‘অবৈধ কালো আইন মানি না’ এবং ‘‘আমাদের দাবি মানতে হবে’’ এ ধরনের স্লোগান শোনা যায়।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বদিউল কবীর জানান, আজ দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি চলবে। এরপর তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে আলোচনা করবেন এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।
প্রসঙ্গত, ২২ মে সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদনের পর কর্মচারীরা আন্দোলন শুরু করেন। এরপর ২৫ মে রাতে সরকার অধ্যাদেশটি জারি করে। পরিত্র ঈদুল আজহার ছুটি শেষে অফিস খোলার পর থেকেই সচিবালয়ের ভেতরে বিক্ষোভ অব্যাহত রেখেছেন আন্দোলনকারী কর্মচারীরা।
এসকে//