আগামী রোববার ও সোমবার এক ঘণ্টার কর্মবিরতি পালন করবেন না সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। কর্মচারীদের ঐক্য ফোরামের নেতারা জানিয়েছেন, কর্মবিরতির পরিবর্তে রোববার অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা আলী ইমামম জুমদার, ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেবেন তারা। আর সোমবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের কাছে স্মারকলিপি দেয়া হবে। মাঠ পর্যায়ে সংস্থা ও প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমেও স্মারকলিপি দিবেন তারা।
এর আগে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন তারা। গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা ঘোষণা দিয়েছিলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মচারীরা প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন। সেই ঘোষণা অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়।
আজকের কর্মবিরতি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে নতুন কর্মসূচিসহ পরবর্তী করণীয় সম্পর্কে জানান ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদীউল কবীর ও মুহা. নূরুল ইসলাম এবং কো-মহাসচিব নজরুল ইসলাম।
এ সময় নেতারা আশা করেন, প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর ‘ভালোসংবাদ’ পাওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে জাপান সফরে আছেন।
গেল বৃহস্পতিবার সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তীসরকারের উপদেষ্টা পরিষদ।গেল রোববার সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করে সরকার। তারপর থেকে এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।