আন্তর্জাতিক

রাশিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ ও আইএইএ-র নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, আইএইএ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি অভিযোগ করেছেন, “এই সংস্থাগুলো মার্কিন আগ্রাসন প্রতিহত করতে তো পারেইনি, বরং একবার নিন্দাও জানায়নি।”

রোববার (২৩ জুন) মস্কো সফরে গিয়ে তিনি আরো বলেন, “যখন পরমাণু স্থাপনায় বোমা বর্ষণ হয়, আন্তর্জাতিক আইন ভাঙা হয়, তখন জাতিসংঘ চুপ। আইএইএ চুপ। তিনি প্রশ্ন রাখেন এসব সংস্থা কী শুধু উন্নয়নশীল দেশের ওপর নজরদারীর জন্য?”

তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে আমাদের আলোচনা গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক কাঠামো ভেঙে পড়েছে। এখন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতাই ভবিষ্যতের নিরাপত্তা নির্ধারণ করবে।”

অন্য দিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং আরাঘচি যৌথ সংবাদ সম্মেলন করেন। এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি। রাশিয়া শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরো বলেন, মস্কো-তেহরান সামরিক নয়, কূটনৈতিকভাবে এই সংকট মোকাবেলা করতে চায়। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #আব্বাস আরাঘচি #জাতিসংঘ