দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে সদর উপজেলার ভুল্লী খোশবাজার এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন-মো. আশরাফুল ইসলাম (৫২) ও মেয়ে রুবাইয়া খাতুন (১৫)।

তারা দুজনই বাগমারা উপজেলার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। মেয়ে রুবাইয়া বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বাবা আশরাফুল মেয়েকে বিদ্যালয়ে পৌঁছানোর জন্য যাচ্ছিলেন। বিষয়টি গণমাধ্যমকে ভুল্লী থানার ওসি সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী ভিআইপি বাসটি পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় দ্রুতগতিতে ভুল্লী খোশবাজারের কাছে একটি থ্রি-হুইলারকে ধাক্কা দেয়।  বাসটি পেছন থেকে ‘পাগলু’ নামের গাড়িটিকে ধাক্কা দিলে আশরাফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে,মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মেয়েও মারা যায়।  

ওসি সাইফুল জানান,ঘটনাস্থল তারা পরিদর্শন করেছে এবং বাসটিকে জব্দ করেছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় বোদা হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষ #বাবা-মেয়ে নিহত