আন্তর্জাতিক

আমেরিকার মুখে কড়া থাপ্পড় বসিয়েছে ইরান: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আমরা আমেরিকার মুখে একটি কড়া থাপ্পড় বসিয়েছি। তারা শুধুমাত্র এ কারণে যুদ্ধে হস্তক্ষেপ করেছে যে ইসরায়েল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেতে বসেছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এমন বিস্ফোরক মন্তব্য করে গোটা বিশ্বকে আলোড়িত করেছেন।

বুধবার (২৫ জুন) এক  ভিডিও বার্তায় তিনি দাবি বলেন, ইরানের আঘাতে ইহুদিবাদী শাসনব্যবস্থা কার্যত ভেঙে পড়ার পথে ছিল এবং মার্কিন হস্তক্ষেপই ইসরায়েলকে পুরোপুরি পতন থেকে রক্ষা করেছে।

খামেনি বলেন, ইরানি হামলার তীব্রতা ইসরায়েলকে পিষ্ট করে ফেলেছিল, আর এ কারণেই যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। আমরা যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে নগ্ন করেছি। তারা বুঝেছে ইরান আত্মসমর্পণ করবে না, আমাদের জাতি অটল এবং শক্তিশালী।

ট্রাম্পের একটি ভাষণ উদ্ধৃত করে খামেনি বলেন, ‘ট্রাম্পই সত্যিটা উন্মোচন করেছেন — যুক্তরাষ্ট্র ইরানের আত্মসমর্পণ ছাড়া সন্তুষ্ট হবে না। কিন্তু আত্মসমর্পণ আমাদের অভিধানে নেই!’

ইরানি নেতা আরও বলেন, ‘আমাদের হামলার সক্ষমতা বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে। শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র বা পরমাণু কর্মসূচিকে অজুহাত বানালেও আসল লক্ষ্য ইরানকে নতজানু করানো। আমরা যদি চাই, ভবিষ্যতেও আবার আমেরিকান ঘাঁটিতে হামলা চালাতে পারি।’

সূত্র: আল-জাজিরা

 

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র #খামেনি #ট্রাম্প