ফুটবল

মেসিদের উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

লিওনেল মেসির ইন্টার মায়ামিকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠলো পিএসজি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। 

রোববার বাংলাদেশ সময় রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে প্রথমার্ধেই  ৪-০ গোলের লিড নেয় পিএসজি। 

পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস ৬ মিনিটেই পিএজিকে ১-০ গোলে।  ৩৯ মিনিটে আবার সেই নেভেসের গোলেই দ্বিতীয় লিড পায় ফরাসি ক্লাবটি।  ৪৪ মিনিটে তমাস আভিলেসের আত্মঘাতী গোল করেন।  এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আশরাফ হাকিমি ব্যবধানটা ৪-০ বানিয়ে ফেলেন।

প্রথমার্ধের তুলনায় অবশ্য দ্বিতীয়ার্ধে ভালোই খেলেছে ইন্টার মায়ামি। স্কোরেও প্রমাণ আছে। মেসিরা যে আর গোল খাননি। বিদায় নিয়েছেন ৪-০ গোলে হেরেই।  

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পিএসজি