বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ নির্ধারিত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে দলটি। রোববার (২৯ জুন) মধ্যরাতে এক বিবৃতিতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
কয়েকটি গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর প্রকাশের পরই বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানালো।
শায়রুল কবির খান জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে বাংলাদেশে আসার বিষয়টি দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হবে, যখন তার আসার তারিখ চূড়ান্ত হবে।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের বরাতে শায়রুল কবির খান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টির গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে ভিন্নতার দিকে ধাবিত না করার অনুরোধ জানান।
এসি//