ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “ইরান বিশ্বের অন্যতম নিষ্ঠুর শাসনব্যবস্থা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাদের সঙ্গে মিল খুঁজে পেয়েছে।
রোববার (২৯ জুন) ভিডিও বার্তায় তিনি জানান, রাশিয়া ও ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জি৭-এর নিষেধাজ্ঞার সঙ্গে ইউক্রেন সমন্বিত হয়েছে।
জেলেনস্কি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন ইইউর ১৩তম ও ১৪তম নিষেধাজ্ঞা প্যাকেজ ইউক্রেনের সঙ্গেও একীভূত। এদিকে, রাশিয়ার জ্বালানি খাত ও অর্থনীতির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত ১৮তম নিষেধাজ্ঞা প্যাকেজ আটকে গেছে।
ইইউর পররাষ্ট্রবিষয়ক পরিষদের বৈঠকে হাঙ্গেরি ও স্লোভাকিয়া এই প্রস্তাবের বিরোধিতা করেছে।