ইরান-ইসরাইল সংঘাতে ইরানে আটকে পড়া ২৮ জন বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। ফেরত আসা যাত্রীরা পাকিস্তান ও দুবাই হয়ে বাংলাদেশে পৌঁছান।
চিকিৎসা ও ভ্রমণসহ বিভিন্ন কারণেই ইরানে অবস্থান করছিলেন তারা। এসময় দেশে ফিরে পরিবার ও প্রিয়জনদের কাছে পেয়ে আবেগে ভাসেন স্বজনেরা। সবাই কৃতজ্ঞতা জানান বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি, যাদের সহযোগিতায় এই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, ১৩ জুন ইসরাইল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায়। সেই থেকে শুরু হয় উত্তেজনা। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
এমএ//