জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ মঙ্গলবার (০১ জুলাই) থেকে শুরু হয়েছে এক মাসেরও বেশি সময়ব্যাপী নানা কর্মসূচি। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিজেদের মতো করে এই ঐতিহাসিক ঘটনার স্মরণে কর্মসূচি হাতে নিয়েছে।
অন্তর্বর্তী সরকারের উদ্যোগে 'জুলাই স্মৃতি' উদ্যাপন
১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তী সরকার পালন করছে 'জুলাই স্মৃতি উদ্যাপন'। কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের সব ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
তাছাড়া, জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে গণস্বাক্ষর অভিযান, 'জুলাই ক্যালেন্ডার' বিতরণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘জুলাই শিক্ষাবৃত্তি’ চালু হচ্ছে আজ থেকেই।
শহীদ মিনারে ছাত্রদলের আলোক যাত্রা
রাত পেরিয়ে ১ জুলাইয়ের প্রথম প্রহরে জাতীয়তাবাদী ছাত্রদলের হাজারো নেতাকর্মী মোমবাতি জ্বালিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করেন। ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে এই আয়োজনের মধ্য দিয়েই তারা মাসব্যাপী কর্মসূচির সূচনা করে। আলোচনা সভা, মানববন্ধন, রক্তদান কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে তাদের তালিকায়।
বিএনপির আলোচনা সভা আজ
৩০ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থান ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।
আজ বিকেল ৩টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সভায় খালেদা জিয়া ও তারেক রহমান বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে। এ ছাড়া শিশু অধিকার, জনসচেতনতা এবং ছাত্র সমাবেশ নিয়ে আরও কিছু কর্মসূচি রয়েছে দলটির হাতে।
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের ৬৪ জেলায় মাসব্যাপী 'জুলাই পদযাত্রা' কর্মসূচি শুরু করেছে আজ।
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, শহীদদের স্মরণে সাধারণ মানুষের সঙ্গে সংলাপ ও মতবিনিময়ের মধ্য দিয়ে জুলাইকে জীবন্ত করে তুলতে চায় তারা।
জামায়াত ও শিবিরের কর্মসূচি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ সারা দেশে দোয়ার আয়োজন করা হয়েছে শহীদ ও আহতদের স্মরণে। কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে পুরানা পল্টনে দলের কার্যালয়ে।
এদিকে ছাত্রশিবির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এতে সেমিনার, গবেষণা সম্মেলন, শহীদ পরিবার পরিদর্শন এবং আলোচনা সভা অন্তর্ভুক্ত রয়েছে।
গণঅধিকার পরিষদের আলোচনা সভা
গণঅধিকার পরিষদ (নুর-রাশেদ) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করেছে একটি আলোচনা সভা—‘কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার (২০১৮-২০২৪)’ শিরোনামে।
মসজিদে দোয়া ও অন্যান্য আয়োজন
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ জোহর দেশের সব মসজিদে শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দুপুর দেড়টায় কেন্দ্রীয় কর্মসূচি পালন করা হবে।অন্যান্য দলের অংশগ্রহণ
অন্যান্য দলের অংশগ্রহণ
গণসংহতি আন্দোলন আজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে।
জুলাই ঐক্য নামে একটি জোট 'মার্চ ফর জুলাই রিভাইভস' কর্মসূচি পালন করছে প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাৎ কর্মসূচি শুরু করেছে ১ জুলাই থেকে।
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) দেশব্যাপী গণসংযোগ চালাবে ৫ আগস্ট পর্যন্ত।
এমএ//