অর্থনীতি

এক বছরে রপ্তানি আয় বেড়েছে ৯ শতাংশ

বায়ান্ন প্রতিবেদন

গত অর্থবছরের তুলনায় এবার বাংলাদেশে পণ্য রপ্তানি আয় প্রায় ৯ শতাংশ বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি খাত থেকে এসেছে ৪৮ বিলিয়ন ডলারেরও বেশি আয়। আগের অর্থবছর ২০২৩-২৪-এ এই আয় ছিল ৪৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

বুধবার (০২ জুলাই) এ তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

ইপিবির প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে পণ্য রপ্তানিতে আয় ছিল ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এর আগের মাস মেতে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছিল ৪ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। এই মাসে রপ্তানিতে ১১ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

সেই হিসেবে জুন মাসে কারখানাগুলোতে ঈদুল আজহার দীর্ঘ ছুটি এবং মাসের শেষে দুই দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে রপ্তানি আয় ৬ শতাংশের বেশি কমেছে। অপরদিকে ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই ২০২৪-জুন ২০২৫) জুন মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে।

যদিও এপ্রিলের খানিকটা ধীরগতির পর মে মাসে গতি ফিরেছিল দেশের পণ্য রপ্তানিতে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রপ্তানি আয় #ডলার