দেশের ওপর মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়ে যাওয়ায় চলতি সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে ভিজতে পারে অনেক এলাকা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলে আগামী কয়েক দিন ধরে রীতিমতো বৃষ্টির দাপট চলবে।
মঙ্গলবার (০৮ জুলাই) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও এই মাত্রা ১৮৮ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে, যা অতি ভারী বৃষ্টির আওতায় পড়ে।
চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির কারণে ভূমিধসের শঙ্কা থাকায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ঢাকাসহ বড় শহরগুলোয় অস্থায়ী জলাবদ্ধতাও হতে পারে।
আবহাওয়াবিদদের ভাষ্য অনুযায়ী, একটি লঘুচাপ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এই পরিস্থিতি বৃষ্টিপাত বাড়ানোর জন্য দায়ী। এর একটি অংশ বিস্তৃত হয়ে গেছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত, যা বাতাসে আর্দ্রতা বাড়িয়ে বৃষ্টির প্রবণতাও বাড়াচ্ছে।
পরবর্তী পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস
৮ জুলাই (মঙ্গলবার):
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশিরভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহীতেও অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হবে অতি ভারী বৃষ্টিও। সারাদেশে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।
৯ জুলাই (বুধবার):
প্রায় একই ধাঁচের আবহাওয়া থাকবে। বৃষ্টি অব্যাহত থাকবে অধিকাংশ অঞ্চলে। তবে দিনের তাপমাত্রা খানিকটা বাড়তে পারে।
১০ জুলাই (বৃহস্পতিবার):
বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দেশের বিভিন্ন এলাকায়। বজ্রপাতও থাকতে পারে। কোথাও মাঝারি মাত্রার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১১ জুলাই (শুক্রবার):
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যান্য বিভাগে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
১২ জুলাই (শনিবার):
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে অনেক জায়গায় বৃষ্টি হবে। ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহীতেও কিছু এলাকায় ঝরবে বৃষ্টি। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়ে গেছে।
এমএ//