জাতীয়

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। নির্বাচন কবে তা আমি নিজেও জানি না।  মঙ্গলবার (০৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব বলেন।

নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনের তারিখ আমিও এখনো জানি না। আমি আগেই বলেছি সময়মতো সব কিছু জানিয়ে দেব। ভোট কবে হবে, মনোনয়ন জমা দেওয়ার সময় কখন সব বিস্তারিত আগেই জানানো হবে। তাই সবাইকে একটু ধৈর্য ধরতে হবে।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের ভাবমূর্তি আগের কিছু ঘটনার কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়েই তাদের সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা মানুষের আস্থা অর্জনের চেষ্টা করুন। প্রমাণ করুন আমরা পারি, আমাদের সক্ষমতা আছে। আগেও সফলভাবে নির্বাচন করেছি, এবারও পারব।’

তিনি মনে করেন, আন্তরিকতা থাকলে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম। এ লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।

সিইসি নাসির উদ্দিন সাংবাদিকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, আমাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে, পজিটিভ একটা ক্যাপশন দিলে কেউ পড়তে চায় না। নেগেটিভ যদি কিছু একটা লেখেন এটা আগ্রহ করে দেখেন। সাংবাদিকদের আমরা পার্টনার করে আমাদের অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনের মধ্যে ইনভলভ করবো। এই প্রোগ্রাম আমাদের আছে, আশা করি ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারবো।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিইসি #জাতীয় নির্বাচন #নির্বাচন #প্রধান নির্বাচন কমিশনার