জাতীয়

বাংলাদেশের ‘বিশ্বাসযোগ্য বন্ধু’ হতে চায় চীন: ওয়াং ই

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশের ‘বিশ্বাসযোগ্য বন্ধু, প্রতিবেশী ও সহযোগী’ হিসেবে কাজ করতে চায় চীন- এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান (ASEAN) দেশগুলোর শীর্ষ কূটনীতিকদের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন (CGTN)-এর বরাত দিয়ে জানা যায় বৈঠকে ওয়াং ই বলেন, “বাংলাদেশের বন্ধু হওয়ার পাশাপাশি চীন একটি বিশ্বাসযোগ্য প্রতিবেশী এবং সহযোগী হিসেবেও কাজ করতে আগ্রহী।”

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ওয়াং ই আরও বলেন, “বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সে প্রচেষ্টাকে চীন সমর্থন করে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপট অনুযায়ী উন্নয়নের পথে পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে চীন।”

বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির বিষয়টিও উঠে আসে।

ওয়াং ই বলেন, “বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী অতীতকে স্মরণ ও ভবিষ্যতের দিকনির্দেশনা তৈরির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

তিনি আরও উল্লেখ করেন, “চীন আধুনিকীকরণ অর্জন এবং এশিয়ার সার্বিক উন্নয়ন ও পুনরুজ্জীবনে বাংলাদেশসহ অন্যান্য দক্ষিণ এশীয় দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।”

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #চীন #বাংলাদেশ