ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন যুক্তরাষ্ট্রের পাশ্ববর্তী দেশ মেক্সিকোর ওপরও একই হারে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। আগামী ১ অগস্ট থেকে কার্যকর হবে নতুন শুল্ক।
শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প নিজেই এসব কথা জানিয়েছেন। সেখানে শুল্ক আরোপের কারণ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্য ঘাটতি আছে। অন্যদিকে মেক্সিকো থেকে মাদক ও দেশটির নাগরিকরা যুক্তরাষ্ট্রে অবাধে প্রবেশ করছে।
গত মে মাসে ইউরোপীয় ইউনিয়নকে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় তিনি ৫০ শতাংশ শুল্ক চাপানোর কথা বলেছিলেন।
সেই হুমকির পরই তার সঙ্গে কথা বলেন ইইউ প্রধান। তারপর সুর খানিক নরম করে ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করলো মার্কিন প্রেসিডেন্ট।
ইইউ ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঠিক কয়েকদিন আগে আরও ২০ দেশের ওপর নতুন করে শুল্ক চাপিয়ে দেন ট্রাম্প। এসব দেশের মধ্যে আছে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিল।
এনএস/