যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা ১১ জুলাই শুক্রবার এ খবর নিশ্চিত করেছেন। এটি ২০০৭ সালের পর প্রথমবারের মতো প্লেগে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যু ঘটল।
কোকোনিনো কাউন্টির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নিহত ব্যক্তি একটি মৃত পশুর সংস্পর্শে এসে প্লেগে আক্রান্ত হন। সংক্রমণের পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।
নিউমোনিক প্লেগ, যেটি চতুর্দশ শতকে 'ব্ল্যাক ডেথ' নামে পরিচিত ছিল, ইউরোপে ব্যাপক প্রাণহানির কারণ হয়েছিল। তবে আধুনিক চিকিৎসার ফলে বর্তমানে এই রোগ খুবই বিরল এবং অ্যান্টিবায়োটিক সেবন করে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানায়, প্রতিবছর গড়ে সাতজন প্লেগে আক্রান্ত হয়। তবে কোকোনিনো কাউন্টি প্রশাসন আশ্বস্ত করেছে যে, এই একক ঘটনার পর প্লেগের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।
এছাড়া প্লেগ আক্রান্ত ব্যক্তির শরীরে ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে ফুসফুসে সমস্যা দেখা দেয়। সাধারণত ২ থেকে ৮ দিনের মধ্যে এই সংক্রমণের উপসর্গ যেমন জ্বর, ঠাণ্ডা লাগা, মাথাব্যথা ও দুর্বলতা দেখা দেয়।
এসকে//