নিখোঁজের ৫ দিন পর নাবিলা কানিজ নাবা নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু নাবার বাবা নাসির মিয়া মালয়েশিয়ার একটি প্লাস্টিক কারখানায় চাকরি করেন।
সোমবার (১৪ জুলাই) বিকেলে গাজীপুর সদর থানার ধীরাশ্রম এলাকায় বাড়ির পেছন থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদি হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটির চাচা মিজান জানান, ‘গত ৯ জুলাই বিকাল ৪টায় নাবিলার নিখোঁজের পর আমরা সদর মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম। আমরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সন্ধান চেয়ে পোস্ট দিয়েছিলাম। আমরা বুঝতে পারছি না এই শিশুটিকে কেন হত্যা করা হলো। আমরা চাই দ্রুত তদন্ত করে রহস্য উদঘাটন করে খুনিদের আইনের আওতায় আনা হোক’।
তিনি বলেন, ঘটনার ৫ দিন পর সোমবার বিকেল চারটার দিকে বাড়ির পাশে বস্তাবন্দি কিছু একটা পড়ে থাকতে দেখেন নিহতের চাচা কুদ্দুস মিয়া। পরে বস্তা খুলতেই হাতমুখ বাঁধা অবস্থায় শিশুর মরদেহ বেরিয়ে আসে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের বীভৎসতা দেখে হতবাক এলাকাবাসী।
পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটিকে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে দুর্বৃত্তরা হত্যা করছে বলে তাদের ধারণা।
আই/এ