১৯টি দেশের প্রায় ৩৫হাজার সেনা সদস্যের অংশ গ্রহণে ব্যাপক সামরিক মহড়া করছে অস্ট্রেলিয়া।
এক্সারসাইজ ট্যালিসমান স্যাব্রে ২০২৫ নামে এই মহড়া কুইন্সল্যান্ড, নর্দার্ন টেরিটরি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস, ক্রিসমাস আইল্যান্ড এবং পাপুয়া নিউ গিনির বিভিন্ন স্থানে চলছে।
এতে যুক্তরাষ্ট্রে তৈরি এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ব্যবহার করছে অস্ট্রেলিয়া।
এই সম্মিলিত বাহিনীতে কানাডা, ফিজি, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পাপুয়া নিউ গিনি, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, টোঙ্গা এবং যুক্তরাজ্যের সেনারা আছে । মালয়েশিয়া এবং ভিয়েতনাম মহড়ায় পর্যবেক্ষক হিসেবে অংশ নিচ্ছে।
প্রতি দুই বছর পরপর যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ট্যালিসমান স্যাব্রে মহড়া হয়। তবে এবারের উদ্যোগ ট্যালিসমান স্যাব্রে মহড়ার ইতিহাসে সবচেয়ে বড় আয়োজনগুলোর মধ্যে অন্যতম একটি। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ সামরিক প্রস্তুতি এবং সমন্বয় করতে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।