স্বৈরাচার শেখ হাসিনাকে দেশছাড়া করতে বাধ্য করা গণঅভুত্থানের সেই ঐক্যবদ্ধ শক্তিকে পরাজিত স্বৈরাচারের দোসরদের উত্থানরোধ ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। ওয়াশিংটনে সেইভ বাংলাদেশ নামে একটি বেসরকারি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, শেখ হাসিনার মতো স্বৈরশাসককে হটিয়ে বিশ্বমঞ্চে মর্যাদার স্থান অর্জন করেছে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র-জনতা। প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশকে পৃথিবীর শ্রেষ্ঠ অধিকার আদায়কারী রাষ্ট্র হিসেবে ভূষিত করেছে। এই মর্যাদার আসন যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। আমাদের ক্ষুদ্র ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ যেনো শহীদদের রক্তে রাঙা এ বিজয়কে ভূলুণ্ঠিত না করি।
জাহিদ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ও ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোর্জা।
জুলাই গণঅভ্যুত্থানের সময় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কার্যক্রম থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
কামরুন কনা এবং সৈয়দ সালেহ মনসুর পরশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহাদাত সোহরাওয়ার্দী, ইঞ্জিনিয়ার শামিম, ডাক্তার নাঈম, কবিতা দিলাওয়ার, মজনু মিয়া, তুহিন ইসলাম ও ইঞ্জিনিয়ার জামান । এছাড়া শতাধিক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আই/এ