দেশজুড়ে

লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত এক যুবকের  (আনুমানিক ৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) সকাল দশটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝা সংলগ্ন এলাকার একটি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা কালো প্যান্ট ও কালো গেঞ্জি পরিহিত ওই যুবকের লাশ লেকে ভাসতে দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এটি হত্যা না অন্য কোন ঘটনা সেটি এখনি  নিশ্চিত করতে পারেনি পুলিশ। এছাড়া প্রাথমিকভাবে সুরাতহালে লাশের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি বলেন, মৃতের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরনের প্রেরন করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পটুয়াখালী #লাশ